অবতক খবর,২৯ এপ্রিল: কাঁচরাপাড়া ৫ নং ওয়ার্ডের তুষ্টবাবু রোড,অর্থাৎ এক্সপ্রেস বাজারের পেছন দিক দিয়ে যদি আপনি যাতায়াত করেন তবে হোন সাবধান। কারণ ওই রাস্তায় ঢুকলেই আটকে পড়বেন আপনি।
সেখানে একটি ব্যাঙ্ক তৈরি হওয়ায় সাধারণ মানুষ পড়েছেন বিপদে। ওই সরু রাস্তায় যেভাবে গাড়ি দাঁড় করিয়ে মানুষ চলে যাচ্ছে,তাতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। জরুরী অবস্থায় ওই রাস্তা দিয়ে চারাচাকা গাড়ি, অ্যাম্বুলেন্স,দমকল কিছুই যেতে পারবে না। রাস্তায় যেভাবে খুশি গাড়ি দাঁড় করিয়ে মানুষ ব্যাঙ্কে ভেতরে প্রবেশ করছে। আর এই নিয়েই শুরু হয়েছে স্থানীয়দের বিক্ষোভ। তারা চেঁচামেচি করে তাদের বিক্ষোভ প্রদর্শন করেন। ফোন যায় ওই ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণ করের হয়। কিন্তু তিনি ঘটনাস্থলে আসেননি। কি কারণে তিনি এলেন না তা জানা যায়নি।
তবে ওই অঞ্চলের মানুষ চেয়ারম্যান কমল অধিকারীর কাছে অনুরোধ করেছেন,যাতে তাদের এই সমস্যার সমাধান হয়। কারণ এই সমস্যার সমাধান যদি দ্রুত না হয়,তবে যেকোন মুহুর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং তার দায় পৌরসভাকেই নিতে হবে।