অবতক খবর, শিলিগুড়িঃ আসন্ন শিলিগুড়ি পুরনিগম নির্বাচন গতবারের হতাশা কাটিয়ে এবারে জিততে মরিয়া তৃনমুল কংগ্রেস। সুত্রের খবর, শিলিগুড়িতে অভিভিবকহীন ১৫ নম্বর ওয়ার্ডে দাড়াতে ইচ্ছুক পর্যটনমন্ত্রী গৌতমদেব ।এই ওয়ার্ডের দাবিদার অনেক, তাই সমস্ত সমস্যা যাতে মিটে যায় সে দিকে তাকিয়েই নিজে দাড়াতে উদ্যোগী হচ্ছেন পর্যটনমন্ত্রী ।
এমনিতেই সংরক্ষনের কোপে পড়ে অনেক কাউন্সিলরের ভবিষ্যৎ অন্ধকারে ! তার মধ্যে টিকিট না পেয়ে বিদ্রোহী হতে পারে দলের অনেকে, এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে তৃনমুলের থিঙ্কট্যাঙ্ক । তবে পিকের দলের রিপোর্ট নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভিতরের খবর জয়ী কাউন্সিলরদের সরাতে চাইছেনা দল। ১২ নম্বর ওয়ার্ডে নান্টু পাল, তৃনমুল সভাপতি রঞ্জন সরকার এবং ১৪ নম্বর ওয়ার্ডের শ্রাবনী দত্ত সম্পর্কে পিকের দলের রিপৌর্ট ভাল, রিপোর্ট্ভা লো দুলাল দত্ত এবং চন্দ্রানী মন্ডলেরও । তবে কিছু ওয়ার্ড নিয়ে নেগেটিভ মার্কসও দিয়েছে পিকের দল, তাই নির্বাচনের আগে সাবধানে পা ফেলতে চাইছে তৃনমুল নেতৃত্ব।
গৌতমদেব কিংবা রঞ্জন সরকার কেউই চাইছেন না এবারের পুরসভা হারাতে। তাই গৌতমদেব নিজে মেয়র পদের জন্য দাড়াবেন ।আরো শোনা যাচ্ছে, তৃনমুলের এক মহিলা কাউন্সিলারকে ডেপুটি মেয়র পদে বসাতে আগ্রহী দার্জিলিং জেলা তৃনমুল কংগ্রেসের একাংশ, তার ব্যবহার এবং জনপ্রিয়তাকে মাথায় রেখে। আপাতত ধীরে চলো নীতি নিয়ে চলবে দল, ইঙ্গিত গৌতমদেবের। বিক্ষুদ্বরা যাতে প্রভাবিত না হন সেদিকেও দৃষ্টি রাখছে তৃনমুলের শীর্ষ নেতৃত্ব।