অবতক খবর, বারাকপুর :বারাকপুরের মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে মহম্মদ সেলিম জানান দেশের কিছু যুবক আরটিআই করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর শিক্ষাগত যোগ্যতার কাগজ দেখতে চেয়েছিলে আর এতেই খেপে উঠেছে এই দুই জুটি। তিনি জানান এই দুই জুটি এখন সারা দেশকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়ে তাদের কাগজ দেখাতে বাধ্য করছে। মোহাম্মদ সেলিম জানান কাগজ নেহি দিখায়েঙ্গে, আমরা কোন কাগজ দেখাবো না বরং সরকারের আইনের সঙ্গে অসহযোগিতা করে আমরা সরকারকে পিছু হটতে বাধ্য করব।
মোহাম্মদ সেলিম বক্তব্য রাখতে গিয়ে বলেন একদিকে হাউরি মোদি ও অন্যদিকে রাওরি মমতার মাঝে পড়ে চিপায়গেছে-জনতা। মোহাম্মদ সেলিম বলেন কয়েক হাজার বছর আগে রামের জন্ম হয়েছিল তার জন্মস্থান ঠিক হয়ে গেল কিন্তু ভারতীয় জনতা জন্মস্থান এখনো ঠিক হলো না। মোদি ও সাহরা মানুষের জন্ম স্থানের প্রমাণ চাইছেন। তিনি বলেন এটা আমাদের দেশের 135 কোটি মানুষের দুর্ভাগ্য।