অবতক খবর,২২ অক্টোবর,রুপম রায়,নদীয়া: কার্যত কর্মীশূন্য শুভেন্দু অধিকারীর জনসভা। মঞ্চের সামনের অংশ ভরাতেই হিমশিম বিজেপি নেতৃত্বের। প্রশ্ন করতেই আবারো মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা। সাংবাদিকদের চটি চাটা বলে আখ্যা দিলেন। এদিন নদীয়ার শান্তিপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী নীলাঞ্জনা বিশ্বাস এর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জেলার প্রথম সারির নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রথম থেকে বাংলাদেশের ঘটনার কথা তুলে ধরেন।

বাংলাদেশ যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে দেবদেবীর মূর্তি ভাঙ্গা হয়েছে সেই কথায় সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন তিনি। মূলত বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা কে হাতিয়ার করে এ রাজ্যের উপনির্বাচন গুলিতে বিজেপি বাজিমাত করবে বলে 100% আশাবাদী তিনি। যদিও শুভেন্দু অধিকারীর সমাবেশে কার্যত কর্মীশূন্য ছিল। মঞ্চের সামনের অধিকাংশ জায়গা ফাঁকা পড়েছিল। সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা কোভিদ বিধি মেনে জনসমাবেশ করছি যেখানে এক হাজার মানুষের বেশি উপস্থিত থাকা বাঞ্ছনীয় নয়। যদিও রাজনৈতিক মহলের দাবি নির্বাচনের প্রাক্কালে বিজেপির কর্মীসভায় অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে।