অবতক খবর,২ জুলাইঃ ওপারেতে বাংলাদেশ এপারেতে আমার দেশ।-অধ্যাপক অনিমেশ মন্ডল এর কথায় সেই আমার দেশ ভারতবর্ষের দক্ষিন-পূর্ব সীমান্তবর্তী প্রান্তিক গ্রাম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার হিঙ্গলগঞ্জ ব্লক এর গোবিন্দকাটী অঞ্চলের মালেকান ঘুমটী গ্রামের রামকৃষ্ণ বিদ্যানিকেতনে আজ কালিনগর রায়মনি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরণ কর্মসূচি।
এই শিবিরে কালিতলা অঞ্চল ও গোবিন্দকাটী অঞ্চল মিলিয়ে প্রায় ৫০০ মানুষের কাছে তাদের স্বাস্থ্য পরিষেবা স্বেচ্ছাসেবী সংগঠন কালিনগর রায়মনি স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা পৌঁছে দিয়েছে। আগামী দিনেও এই ফাউন্ডেশন প্রতিজ্ঞাবদ্ধ সুন্দরবন সংলগ্ন নদীমাতৃক এলাকায় প্রান্তিক মানুষের কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন পরিষেবা দিতে। আজকের কর্মসূচিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রায়মনি স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী, সুন্দরবন বিষয়ক গবেষক, লেখক, কবি, সাহিত্যিক অধ্যাপক অনিমেশ মন্ডল, সম্পাদক সুভাষ চন্দ্র মন্ডল,সদস্য সদস্য হিসেবে ছিলেন ডা:দেবব্রত সরদার, দেবদাস মন্ডল,অমিত বাসু ও সংগঠনের কোষাধ্যক্ষ শ্রীমতী নিধু মন্ডল।