অবতক খবর,২৩ অক্টোবর,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমানঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাঙালির কালীপূজা সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লকে বাড়ীর ও সার্বজনীন প্রায় দুই শতাধিক উপড় কালী পূজা আনন্দ উৎসাহের সঙ্গেএবছর মহাসমারহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে। গত দুই বছর করোনা বিপর্যয় মোকাবেলাকরে এই বছর কালীপূজাকে কেন্দ্র করে পূজা কমিটিরা বা পূজার করিতকর্মারা ,দশকর্মার বাজার করতে ব্যস্ত ।
মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর, , মালডাঙ্গায় রয়েছে দশকর্মা বাজার। আমাদের পক্ষ থেকে আমরা মন্তেশ্বর, মালডাঙ্গা কালী পুজোর আগের দিন দসকর্মার ও মালা ও চাঁদ মালার কেনার
ভিড় দেখার জন্য। কিন্তু দশকর্মার জিনিসপত্রের একটু বেশি থাকলেও, বাজারে দেখা গেল নিম্নচাপ এর পরিস্থিতির কারণে প্রত্যেকটা বাজারে তেমন বিক্রয় নাই দশকর্মার মালপত্রকেনার ভিড় কম। কোন কোন ব্যবসাদার জানান কালী পূজা এখন এক দিন বাকীর জন্য আবার কিছু দশকর্মার দোকানদার জানান জিনিসপত্র জিনিসপত্রের দাম কিছুটা বেশি হওয়ার জন্য এর কারণ হতে পারে। দশকর্মা ব্যবসায়ীরা অনেক টাকার মাল তুলেছেন দোকানে বিক্রয় না হলে তাদের মাথায় হাত।