অবতক খবর,২৪ ফেব্রুয়ারী: কাশিম বাজারে ২৫০ কোটি টাকার একটি জল প্রকল্পের বড় প্রজেক্ট শুরু করার মুখে এ বিষয়ে আজ বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি বলেন গরম পড়তে চলেছে জলের ক্রাইসিস দেখা দিবে।
তিনি বলেন, আমাদের যে সোর্স আছে সেগুলোকে কাজে লাগিয়ে কি করে পৌরবাসীদের আর একটু করে দুবেলা থেকে তিন বেলা জল দেয়া যায় তার জন্য কাশিমবাজার ইন্দ্রপ্রস্থ এবং গোরাবাজারের একটি পারটে এই গঙ্গা থেকে জল নিয়ে ২২ নম্বর ২৩ নম্বর ২১-২৮ ২৬ নম্বর ওয়ার্ড এদিকে ২৪ এবং ২৫ নম্বর ওয়ার্ডে যেখানে পাইপলাইন আছে সেই পাইপ লাইনের মাধ্যমে জলের ফোর্স বাড়িয়ে জল টাকে দু থেকে তিন বেলা কি করে সার্ভিস দেয়া যায় সে ব্যাপারে এই প্রজেক্টটা তৈরি হয়েছে।
এছাড়া তিনি বলেন আমাদের যে পাইপলাইন বরাদ্দ আছে। তারচেয়ে আরো অতিরিক্ত কিছু লাইন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।।