অবতক খবর,২৩ জুনঃ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করতে প্রত্যেক রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছে,মানুষের কথা শুনছে। পাশাপাশি বাদ নেই রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও। তারা একদম বাড়িতে বাড়িতে সাধারণ মানুষের সাথে একান্ত আলাপের মাধ্যমে কথা বলছেন তারাও পঞ্চায়েত যার বাংলা তার এটা বাংলার রাজনীতিতে অক্ষরে অক্ষরে লেখা আছে। যদিও পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করতে রাজ্যের শাসক দল রাজ্য সরকারের একাধিক প্রকল্প এবং যে উন্নয়ন হয়েছে বাংলা জুড়ে তা এবার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব নদীয়া জেলার ব্যতিক্রম নেই নদীয়া জেলায়।
এবার তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী কাস্টডাঙ্গা টু গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল এবার জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দিতা করছেন 50 নাম্বার আসনে। যদিও গ্রাম পঞ্চায়েত প্রার্থী ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নিয়ে এই দিন তিনি প্রচারে বেরিয়েছেন নিজস্ব পঞ্চায়েত এলাকার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায়। তিনি সাধারণ মানুষের কথা শুনছেন নিজে স্বয়ং গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নয় একজন এলাকার ঘরের ছেলে হিসাবে আগামী দিনে যেন সাধারণ মানুষ যেভাবে তার পাশে ছিল ঠিক তেমনি পঞ্চায়েত নির্বাচন সামনে রেখে এই প্রচার নয় এমনটাও জানান কাস্টডাঙ্গা টু গ্রাম পঞ্চায়েত প্রধান গণেশ মণ্ডল।
সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি রাজ্যের বিরোধীদল এবং স্থানীয় বিজেপি বিধায়ক অসীম সরকার সাংসদ শান্তনু ঠাকুর প্রসঙ্গে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে, বিজেপিকে এখনো অব্দি মাঠে নামতে দেখা যায় নি। বিজেপি সাধারণ মানুষের উপকারে আসে না। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক ভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করে বেড়ায়।তাতে কোন যায় আসে না তৃণমূল কংগ্রেসের কর্মীদের। বাংলার উন্নয়ন আগে যেভাবে হয়েছে এখনো সেই ভাবে উন্নয়ন আরো বেশি করে হবে। প্রচারে প্রথম দিন এসেই মন্তব্য করেন তিনি।