সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ৫ই,ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: কুলতলিতে আবার জঙ্গল কেটে মাছের ভেড়ি করতে কাটা হল ম্যানগ্রোভ ,গ্রামবাসীরা প্রতিবাদ করায় প্রাননাসের হুমকি ।
ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরি করার চেষ্টা শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলতলী থানার 4 নম্বর গড়ানকাঠি এলাকায় সকাল থেকেই এলাকার বেশ কিছু লোকজন তারা 4 নম্বর গড়ানকাঠি এলাকায় মাতলা নদীর ধারে জঙ্গল কাটতে শুরু করে ।
এই খবর আসার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষজন প্রতিরোধ করে অভিযোগ তখন তারা গ্রামের মানুষদেরকে প্রাণে মারার হুমকি দেয় । পরে খবর দেয়া হয় বনদপ্তর ও কুলতলী থানা বনদপ্তর এর লোকজন আসে তবে এই ঘটনায় কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি, ঘটনাস্থলে বনদপ্তর আধিকারিকরা আসেন।
গ্রামবাসীদের অভিযোগ শাসক দলের ছত্রছায়ায় থাকা বেশ কিছু লোকজন মাতলা নদী ধারে জঙ্গল কেটে মাছের ভেড়ি তৈরি করার চেষ্টা করছে গ্রামবাসীরা বাধা দিতে গেলে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে জঙ্গল তারা রক্ষা করতে পাশে চাইছেন প্রশাসন ও বনদপ্তর কে । জঙ্গল কাটার অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল।