অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ কেন্দ্রীয় কৃষি বিলের পক্ষে ও বিপক্ষে নেমে পড়েছে দুই রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল। কৃষি বিল নিয়ে তীব্র বিরোধীতায় নেমেছে শাসক তৃণমূল। কৃষিবিলের বিরোধিতায় বাঁকুড়ার জঙ্গলমহলে এসে বিজেপি কে হুংকার দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযান নিয়েও কড়া বার্তা দিয়ে বললেন বাঁকুড়া থেকে পদ্মফুলকে ছুঁড়ে ফেলে দিয়ে ১২ টি বিধানসভা আমরা দখল করবো।
অন্যদিকে বিজেপির উদ্দেশ্যে বললেন নবান্ন দখলের স্বপ্ন দেখছেন, স্বপ্নে থাকুন, অসুবিধা নেই, বদমাইশি করতে এলে কিন্তু আমরাও হাতে চুড়ি পরে বসে নেই। আবার নবান্ন অভিযান প্রসঙ্গে সাংসদের হুঁশিয়ারী, নবান্ন অভিযান করছে করুক নবান্নের ধারে কাছেও পৌঁছাতে পারবে না।
শাসক তৃণমূল যখন তীব্র বিরোধীতায় তখন বিলের সমর্থনে মাঠ ছাড়তে নারাজ পদ্ম শিবির। কৃষি বিলের সমর্থনে বাঁকুড়ার সাংসদ ডাঃসুভাষ সরকার বাঁকুড়ার ছাতনার সভা থেকে দাবী করেন, ২০১২ সালে যখন তৃণমূল কংগ্রেসের লেজ ধরে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তখন কপিল সিব্বাল এই আইনের সমর্থনে বলে ছিলেন, আপ কিসকে সাথ হ্যায়, চাষীও কে সাথ হ্যায়, বিছুরিয়া কে সাথ হ্যায়। সাংসদ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আপনি কার সাথে, চাষীর সাথে না ফড়েদের সাথে।