অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- কেন্দ্রীয় কৃষি আইন অবিলম্বে বাতিল ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার। এই দাবি কে সামনে রেখে হাওড়া শহর জুড়ে বিভিন্ন জায়গা বামফ্রন্ট সমর্থকরা চাক্কা জ্যাম কর্মসূচি নেয়।
বামফ্রন্টের অন্যান্য শাখা সংগঠনগুলো আজকের এই কর্মসূচি তে অংশগ্রহণ করে। হাওড়ার মল্লিক ফটকের সামনে জিটি রোড অবরোধ করেন বেশ কিছু বামপন্থী কর্মী ও সমর্থকেরা।
মধ্য হাওড়া এরিয়া কমিটির উদ্যোগে আজকের এই কর্মসূচি পালিত হলো বলে বাম সূত্রের খবর। হাওড়া শহরে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে তারা।
বেশ কিছু সময় ধরে বন্ধ থাকে জিটি রোডে যান চলাচল। এর জেরে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। তাদের দাবি কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
হাওড়া শহরের পাশাপাশি হাওড়া গ্রামীনে কৃষি একই দাবিতে ১৬ নং জাতীয় সড়কের নিমদিঘিতেও অবরোধ করা হয়।
দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে যার জেরে জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন দেখা যায়। প্রসঙ্গত কেন্দ্রীয় ৩ টি কৃষি আইন পাশ হওয়ার পর থেকেই পাঞ্জাব ও দিল্লি সীমান্তে আন্দোলনে বসেছে কয়েক হাজার কৃষক।
সম্প্রতি সুপ্রিম কোর্ট ও এই আইন প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে তাদের পর্যবেক্ষণ জানিয়েছেন।