অবতক খবর, দেবাশিস মালিক, কুলপি:- বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতা করে সম্মানসূচক থেকে কুলপি পর্যন্ত মিছিল করল কুলপি ব্লক যুব শক্তি এবং সংখ্যালঘু সেল । ওই মিছিলে পা মেলান কুলপি বিধায়ক যোগ রঞ্জন হালদার, ব্লকের সংখ্যালঘু নেতা আব্দুর রহিম মোল্লা, কুলপি ব্লকের যুবশক্তির রিয়াজুল শেখ নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস সমর্থক নিয়ে ১১৭নম্বর জাতীয় সড়কে কৃষি সরঞ্জাম বিক্ষোভ প্রদর্শন করেন । কুলপি বিধায়ক যোগ রঞ্জন হালদার বলেন, কেন্দ্রীয় সরকার এই কৃষি বিল এনে কৃষকদের মাঝে মারার চেষ্টা করছে আমরা এই বিল কোন ভাবে মেনে নেব না আমরা এই বিলের প্রতিবাদ করব রাজ্যসভায় লোকসভায় আমাদের এমপিরা সাংসদরা প্রতিবাদ জানাচ্ছে l গোটা পশ্চিমবঙ্গ জুড়েই প্রতিবাদ মিছিল চলবে l আমাদের মা মাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের পাশে রয়েছেন । কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের অধিকার l একের পর এক কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু বেসরকারিকরণ করতে চলেছে, এই সরকারের কোনো ভাবেই থাকা উচিত নয় l এই সরকারের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত ।

কুলপি ব্লকের সংখ্যালঘুর নেতা আব্দুর রহিম মোল্লা বলেন, আমাদের সরকার ক্ষমতায় এসেছে, কৃষি আন্দোলনের মাধ্যমে কৃষকদের আমরা কোন ভাবেই বঞ্চিত করতে পারিনা। কেন্দ্রীয় সরকার বারবার বেসরকারিকরণ করে সমস্ত কিছু তুলে দেয়ার চেষ্টা চালাচ্ছে এবার কৃষকরা কিভাবে আত্মহত্যার পথ বেছে নেয় সেই কৌশল আটছে । ওই মিছিলে ছিলেন কুলপি ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় হালদার,যুব নেতা খোকন সরদার, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নাসির উদ্দিন বলদিয়া, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান,সমিতির সদস্য,পঞ্চায়েতসমিতির কর্মাধ্যক্ষ ।