অবতক খবর,কলকাতা,২৯ এপ্রিল,সুমিত: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের DA কম পাওয়া নিয়ে বারবার সরব হয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। ২০১৬ সালে মামলা দায়ের হয়েছিল তারপর থেকে মামলা চলেছে কখনো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, আবার কখনো হাইকোর্টে বুধবারের ফল পেয়ে বৃহস্পতিবার আবারো ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। বিচারপতি হরিশ টেন্ডনের পর্যবেক্ষণ রাজ্য সরকারের দাখিল করা রিভিউ পিটিশনের শুনানিতে DA পাওয়ার অধিকার নিয়ে কোন বিতর্ক নেই। শুক্রবার এই মামলার শুনানি শেষ হওয়ার সম্ভাবনা। প্রসঙ্গত রাজ্য সরকারের কর্মচারীদের DA ২০২০ সালের মধ্যে দিতেই হবে।
হাইকোর্টের এই নির্দেশের পর রাজ্যে নতুন করে রিভিউ পিটিশন দাখিল করে। সেই মামলার শুনানিতে এদিন রাজ্য জানায় রাজ্য অনুযায়ী আলাদা আলাদা DA দেওয়ার আইনি অধিকার আছে কারণ বিভিন্ন রাজ্যের জাতীয় খরচ বিভিন্ন। যদিও মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন রাজ্য সরকারি কর্মচারী আইন অনুযায়ী, এজন্য দেশে যে কোন জায়গায় কর্মচারীদের জন্য সম আইন প্রযোজ্য। রাজ্য যদি IAS বা IPS দের ক্ষেত্রে বেতনে বৈষম্য না করে তাহলে রাজ্যের কর্মচারীদের জন্য কেন তা প্রযোজ্য হবে?
কল্লোল বসু বলেন সংবিধানে, রাজ্য রোল মডেল অফ এমপ্লয়ি তারা কিভাবে কর্মচারীদের সঙ্গে এই বিরূপ আচরণ করতে পারে?২০১৮ সালে ৩১শে আগস্টে DA মামলার রায় রাজ্য সরকারি কর্মচারীদের আইন সঙ্গত অধিকার বলে জানিয়েছিল হাইকোর্ট, যদিও পাল্টা ট্রাইবুনাল দাবি করে, DA কর্মীদের অধিকার নয় তা নির্ভর করে রাজ্য সরকারের উপরে।
এদিন ফের নিজের আগের অবস্থানে সীলমোহর দিল হাইকোর্ট। আগামী এই মামলার শুনানি শেষ হওয়ার পর হাইকোর্ট কি রায় দেয় সেই দিকে তাকিয়ে আছে রাজ্য সরকারি কর্মচারীরা