অবতক খবর , শিলিগুড়ি , ১৪ সেপ্টেম্বরঃ      সোমবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও রেলের বেসরকারিকরণ সহ একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মী।

এদিন তৃনমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন,ভারতীয় সম্পত্তি জাতীয়করণ করার পরিবর্তে কেন্দ্রীয় সরকার রেল, বিমান, টেলিফোনের মত একের পর এক জাতীয় সম্পত্তি বেসরকারিকরণ করে দিচ্ছে। দেশে বেকারত্বের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। লকডাউন পরিস্থিতিতে প্রায় চল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করেছে। এই সকল নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত নানারকম বিক্ষোভ কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার।

অন্যদিকে, বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে আমফান, কোভিড, জিএসটি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের ভূমিকাকে তুলোধনা করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।