অবতক খবর,২১ আগস্টঃ দুর্নীতির প্রসঙ্গে গোষ্ঠীকন্দল প্রসঙ্গে প্রকাশ্যের সাংবাদিক সম্মেলন করে একে অপরের উপর কাদা ছোড়াছুড়ি।
রাজ্য বিজেপির কমিটির সদস্য পাগল মানসিক ভারসাম্যহীন তারাই দুর্নীতিতে জড়িয়ে রয়েছে, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ।
সাম্প্রতিক ক্যাগ রিপোর্টে সাত লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে লোকসভায় বিল পেশ। দীর্ঘ ৯ বছরের বিজেপির শাসনকালে সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হয়েছে। সরকারি সংস্থা ক্যাগ সেই রিপোর্ট পেশ করেছে সংসদে।সেখানে বলা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে বিদ্যুৎ পানীয় জল রাস্তার ৭ লক্ষ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। লোকসভায় এই বিল পেশ হতেই নড়েচড়ে বসেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে ২০২৪ এর লোকসভা নির্বাচনে মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অস্ত্র হাতে পেয়ে গেছে। সেই মতো প্রচার শুরু করেছে।
এবার খোদ বিজেপি রাজ্য নেতৃত্ব অর্থাৎ বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ ও মুখপাত্র শ্রীনিবাস দাস বলেন, দুর্নীতির তদন্ত হওয়া উচিত, প্রধানমন্ত্রীর দপ্তর এগুলো দেখছে।মোদিজীর মূল মন্ত্র না খাউঙ্গা না খানে দুঙ্গা। যারাই করুক তদন্ত হওয়া উচিত। এবার ক্যাগ রিপোর্টের যে অস্বস্তিতে রাজ্য বিজেপি তা আজকে বসিরহাট সাংগঠনিক জেলার টাউন হল দলীয় কার্যালয় সাংবাদিক সম্মেলনের মধ্যে প্রকাশ পেল। পাশাপাশি টাকি পর্যটন কেন্দ্রের কিছু জায়গায় যে নামে লিজ দেওয়া হয়েছে কার সঙ্গে টাকি পৌরসভার জড়িত কিনা আমরা আরটিআই করব তারপর আমরা সঠিক কাগজ না পেলে আন্দোলনে নামবো। পাশাপাশি চলতি মাসের ১৬ ই আগস্ট বুধবার রাজ্য বিজেপির কমিটির সদস্য দীপক কুমার সরকার হাজারী লাল সরকার বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতি প্রোমোটার চক্র টাকা আত্মসাৎ মোটা টাকার বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের নমিনেশন প্রত্যাহার করা এই অভিযোগ তুলে বিজেপির দলীয় কার্যালয় সাংবাদিক সম্মেলন করেছিল। এবার তাদেরকেই উদ্দেশ্য করে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ও মুখপাত্র রাজ্য নেতাদের পাগল ভারসাম্যহীন,পাশাপাশি তারাই দুর্নীতিগ্রস্ত। পাঁচ দিনের মধ্যে ফের বিজেপি পাল্টা বিজেপি দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক সামনে মুখ খুললেন বিজেপি নেতৃত্ব। এবার দুর্নীতি নিয়ে অস্বস্তিতে রাজ্য বিজেপি।