অবতক খবর :: বহরমপুর ::    কেরালার এর্নাকুলাম থেকে প্রায় বারোশো পরিযায়ী শ্রমিক পৌঁছালো মুর্শিদাবাদের বহরমপুর কোট স্টেশন। রাত ৮ টা ৪৫ মিনিটে বহরমপুর স্টেশনে কেরল থেকে সরাসরি আসে ট্রেন। মুর্শিদাবাদ প্রশাসনের পক্ষ থেকে গোটা স্টেশন চত্বর ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। জেলার স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস এর তত্ত্বাবধানে উনার পুরো টিম পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষায় রত ছিলেন।

ট্রেন থেকে পাঁচজন করে শ্রমিক নামিয়ে তাদের স্ক্রিনিং করে বাসের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার প্রায় ৫০ টি বাস ছাড়াও বেসরকারি বহু বাস জেলার বিভিন্ন ব্লকে শ্রমিকদের নিয়ে রওনা দেয়। কিছু পরিযায়ী শ্রমিক অন্য জেলার ছিল। স্টেশন চত্বরে জেলা পরিষদের উদ্যোগে ও জেলা কংগ্রেসের উদ্যোগে শ্রমিকদের ফুল দেওয়া হলো। তৃণমূল পার্টির পক্ষ থেকে খাবারের প্যাকেট দিয়ে অভিনন্দন জানানো হয়।

বহরমপুর এর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী শ্রমিকদের ফেরানো নিয়ে বরাবরই মুখ্যমন্ত্রী ও রেল মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন ।সেইমতো রাজ্য সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলে পরিযায়ী শ্রমিকদের নিজের ঘরে ফেরানোর ব্যবস্থা করলেন। উপস্থিত ছিলেন জেলাশাসক জাগদিশ প্রসাদ মিনা ,ডিআইজি শ্রী মুকেশ, এসপি কে শবরী রাজকুমার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত কুমার বিশ্বাস ,জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল, সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক ফিরোজা বেগম, বিধায়ক মনোজ চক্রবর্তী, বিধায়ক সফিউল আলম খান, সমাজ সেবক নাড়ু গোপাল মুখার্জী সহ জেলার বিভিন্ন নেতৃত্ব ও কর্মীর।

নিজের জেলায় ফিরতে পেয়ে খুশি পরিযায়ী শ্রমিকরা ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকে।