অবতক খবর,২৭ সেপ্টেম্বর,বাঁকুড়া:- কে বলেছে মানবতা হারিয়ে গেছে? কে বলে মানুষ এখন আর মানুষের কথা ভাবে না। যেখানে রাস্তায় যন্ত্রনাকাতর ব্যাক্তিকে দেখলে মানুষ ঝামেলা এড়িয়ে যাবার জন্য যখন মুখ ফিরিয়ে চলে যায় সকলেই। তবে সব কিছুকে ভুল প্রমাণ করে পাত্রসায়ের ব্লকে এক মানবিকতার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। রুটির টানে ভিন জেলা থেকে ছুটে আসা এক অসুস্থ ব্যাক্তির পাশে দাড়িয়ে এক মানবিক মুখের পরিচয় দিল পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামের এক যুবক দীর্ঘ প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেরি করতে এসেছিলেন পাত্রসায়ের ব্লকের হলুদবনি গ্রামের কাছে। প্রচন্ড বুকে ব্যাথা নিয়ে হঠাৎ করেই গাড়ি থেকে পড়ে যায়, ঘটনাটি নজরে আসে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জিকে। এরপর ব্লক সভাপতি ছুটে এসে ওই যুবককে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এবং ঔষধপত্র সহ সবরকম চিকিৎসা ব্যাবস্থা করে দেয়। পিন্টু শেখ নামে ঐ ফেরিওয়ালা জানান “ফেরি করতে করতে হঠাৎই তিনি বুকে অসহ্য যন্ত্রনা অনুভব করেন এবং গাড়ি থেকে পড়ে যান সাথে সাথে তাকে স্থানীয় তৃণমূলের কর্মীরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন এবং সবরকম ব্যাবস্থা করে দেয়।” স্থানীয় পাত্রসায়ের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জি জানান “আমরা আমাদের কাজ টুকু মাত্র করেছি, মানুষের কাছে তাঁর আবেদন সবাই যেন মানুষের বিপদে পিছু হঠে এগিয়ে আসে।”
এরম মানবিকতার চিত্র ধরা পড়ুক বাংলার প্রত্যেকটা প্রান্তে এবং মানুষ এভাবেই ভাবুক মানুষের কথা।