অবতক খবর,২০ জুন,সনৎ বর্মন,কোচবিহারঃ কোচবিহার রাজবাড়ির সামনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ। সোমবার দুপুর নাগাদ সেখানে বিক্ষোভ দেখান দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বংশী বদন বর্মন গোষ্ঠীর অনুগামীরা। মূলত তিনটি দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা।
তাদের অভিযোগ, গোসানিমারি রাজপাটে কর্মরত দুই জন কর্মীকে কাজ থেকে বাতিল করা হয়েছে। ওই দুই কর্মীকে পুনরায় কাজে বহাল করা। নতুন করে রাজবংশী ভূমিপুত্রদের কর্মী হিসেবে কাজে নিয়োগ করতে হবে।
রাজবাড়ীর লুটপাট হওয়া মূল্যবান সম্পদ পুনরায় স্থাপন করার দাবিকে সামনে রেখে দিন সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি করা হয় বলে জানা গেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।