অবতক খবর,৩০ নভেম্বর: কোভিডের পর প্রথম যাবৎজীবন সাজা ঘোষনা করল কাকদ্বীপ ফৌজদারি ও দেওয়ানি আদালত । অভিযুক্ত অজয় চক্রবর্তী(৩২)। মৃতা মা রেনুকা চক্রবর্তী(৭০)। সাগর থানার চেমাগুড়ি গ্রামে ২৬/০২/২০১১ রাত্রী খুন হন বৃদ্ধা।সরকারী আইন জীবি দেবাশিষ দাস জানান নাইলোনের দড়িতে শ্বাস রোধ করে খুন করে । পরে প্রমান লোপাটের কারনে । ৬/৫ গর্ত করে বাড়ির মধ্য পুঁথে ফেলার চেষ্টা করে ।
ভারতীয় দ্বন্দ বিধি ৩০২,২০১ খুন ও প্রমান লোপাটের জেরে খুন হওয়ার পরের দিন অভিযুক্ত গ্রেপ্তার হয়। আজ বিচারক দোষি সাবস্ত করে যাবৎ জীবন সাজা ঘোষনা করেন। সুত্রের খবর চার ভাই বোনে ছোট অভিযুক্ত। মদ গাঁজা খেতো । বাবার মৃত্যুর পর বৃদ্ধা মাকে নিয়ে থাকতেন। প্রতিরাতে নেশাগ্রস্ত অবস্তায় মায়ের উপর অত্যাচার করতেন। । সাত বছর আগে অভিযুক্তের অত্যাচরে বউ ও এক সন্তান ছেড়ে চলে যায় । কোভিদের পর প্রথম সুন্দরবনে কাকদ্বীপ দেওয়ানি ও ফৌজদারি আদালতে বিচার সুব্যবস্থা ঘটে । যদিও আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাবার কথা জানান।