অবাক খবর,২ মেঃবর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কোভিড আক্রান্ত পরিবারের পাশে এসে দাঁড়ানোর এক প্রচেষ্টায় আশ্বস্ত। তাদের সিগনেচার প্রজেক্ট #মায়ের_রান্না যা পালিত হতো কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের বহির্বিভাগের বাইরে নিয়মিত পালিত হতো,যেখানে মাত্র 5টাকার বিনিময়ে খাওয়ানো হতো ভাত,তরকারি ও ডিম। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই প্রজেক্টকেই শুরু করলো একটু অন্যরকম ভাবে। *কোভিড কেয়ার মায়ের রান্না* চালু হবে 03/05/2021 তারিখ থেকে। বর্তমানে কাজটি *গয়েশপুর, বেদীভবন, জোনপুর,সগুনা* তে চালু হলেও চাহিদা অনুযায়ী এলাকার পরিসর আরো বাড়ানো হবে।

একটি বিশেষ অনুরোধ করা হয়েছে, যাদের মিল কিনে খাওয়ার সামর্থ্য আছে তারা মিলটি ধার্য্য মূল্যে কিনে খেলে তাদের বড় উপকার হয়। কোনো ব্যবসায়িক স্বার্থে নয়, ওই মূল্য দিয়ে তারা একটি দুঃস্থ পরিবারকে বিনামূল্যে খাদ্যটি দিতে পারবেন।

ধার্য্য মূল্য চিত্রে উল্লেখ করা আছে। খাবার নেবার জন্য আগের দিন রাত ১১ কার মধ্যে জানাতে হবে।

সংস্থাটি জানাচ্ছে, *তারা কোনো সরকারি অনুদান পাননা, তাই মেম্বার সহ সকল মানুষের অনুদানই তাদের একমাত্র চালিকাশক্তি।* তাই সকলের কাছে বিনীত অনুরোধ জানানো হয়েছে সাধ্যমত 50-500-1000/- যে যেমন পারেন অনুদান দিয়ে তাদের সাহায্য করতে। এছাড়া তাদের *এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক প্রয়োজন* কেউ এগিয়ে এলে তারা বাধিত হবেন।