নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: কোভিড 19 ল্যাব তৈরির প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে। রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অনুমতির পাওয়ার পর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে ল্যাব প্রস্তুতির কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে পাঠানো প্রয়োজনীয় মেশিন পত্র পৌঁছে গিয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। কোভিড টেস্টের জন্য আরটি, পি সি আর, সহ অন্যান্য সমস্ত মেশিন পত্র পৌঁছে গিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে কোভিড টেস্টের জন্য ২ জন মাইক্রোবায়োলোজিস্ট ও ৪ জন টেকনিশিয়ান টিম প্রস্তুত হয়ে গিয়েছে। আরও যেসকল টিম বাকি আছে তার জন্য প্রশিক্ষণের কাজও চলছে। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে ল্যাবের প্রস্তুতির সব ধরনের কাজ শেষ হয়েছে। শুধু মাত্র বাকি আছে আই সি এম আর এর অনুমোতির অপেক্ষা। অনুমোতির পরই শুরু হয়ে যাবে কোভিড টেস্টে। হাসপাতাল সূত্রে জানা গেছে এই ল্যাবে মোটামুটি প্রতিদিন প্রায় ৪০ জনের কোভিড টেস্ট করা সম্ভব। এবং পরে টেস্টের পরিমাণ বাড়ানো যাবে।