অবতক খবর :: হুগলী :: কোন্নগরের কানাইপুর হাই স্কুলে ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানে থাকা মানুষরা মাঝে মধ্যে বাইরে বেরিয়ে ঘুরছে, এই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। পুলিশ গিয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে।

এলাকার মানুষদের দাবি এই স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা চলবে না। এটি অন্যত্র সরানোর দাবিও জানান পঞ্চায়েত প্রধানের কাছে। অপরদিকে পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন এলাকার মানুষ তাদের অসুবিধার কথা তাকে জানিয়েছেন। সেই অসুবিধা যাতে না হয় তার জন্য পঞ্চায়েত ইতিমধ্যেই সব ব্যবস্থা নিয়েছে।