অবতক খবর,২ এপ্রিল: কাঁচরাপাড়ায় ক্রীড়া সংস্কৃতি প্রসারের উদ্যোগ নিয়েছে কাঁচরাপাড়া ওয়াইসিসি নামক একটি ক্রিকেট ক্রীড়া সংস্থা। কাঁচরাপাড়া ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট যেটি পূর্বে স্পর্টিং ইনস্টিটিউট নামে পরিচিত ছিল, সেখানে শরীর চর্চা কেন্দ্র এবং প্রাতঃভ্রমণ শারীরিক ব্যায়াম ইত্যাদি সংঘটিত হয়।

এই সংস্থা মাঠটিকে ক্রীড়া সংস্কৃতি এবং স্বাস্থ্য চর্চার কেন্দ্র রূপে পরিচিতি দিতে একটি প্রকল্প রূপায়ণ করতে চলেছে। তারা শিশুদের ক্রিকেট চর্চার জন্য একটি বিশেষ পিচ তৈরি করতে চলেছেন। পরিবেশকে সুন্দর রাখার জন্য একটি উদ্যান তৈরি করতে চলেছে এবং মাঠে জলের সুব্যবস্থা ইতিমধ্যেই তারা করে ফেলেছেন। অর্থাৎ বড়দের ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হচ্ছেই, নতুন শিশু প্রজন্মকে আরো গড়ে তোলার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। ফলে কাঁচরাপাড়া এজে ঐতিহ্য ছিল ক্রীড়া সংস্কৃতিতে তা পুনরুদ্ধার করতে তারা যে সচেষ্ট এবং দায়িত্ববান তা বোঝা যাচ্ছে।