অবতক খবর,মালদা,৩১ জুলাই : ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের উদ্যোগে শিল্পের সমাধানে জেলা জুড়ে কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০২৩ সালের আগস্ট মাস ব্যাপী উদ্যোগীদের সাথে সাক্ষাৎ-শিল্পের সমাধানে কর্মসূচি সারা রাজ্য জুড়ে গ্রহণ করা হয়েছে।
এই উপলক্ষে সোমবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে দুইটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সবুজ পতাকা উড়িয়ে ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল, মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ অন্যান্য আধিকারিকরা। ১ থেকে ১৮ আগস্ট চলবে শিল্পের সমাধানে কর্মসূচি। জেলার সমস্ত ব্লকে ধাপে ধাপে আয়োজন করা হবে শিল্পের সমাধানে কর্মসূচি।
জেলাশাসক নিতিন সিংহানিয়া বলেন,১ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন ব্লকে শিল্পের সমাধানে কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিভিন্ন দপ্তরের সহযোগিতায় জেলা জুড়ে বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে।