অবতক খবর শিব সংকর , দক্ষিণ দিনাজপুর :- গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দক্ষিন দিনাজপুর জেলায় জল বন্দী জেলার বিভিন্ন ব্লকের মানুষ। জেলার বালুরঘট, তপন,গংগারামপুর সহ বিভিন্ন ব্লক জলের তলায়। কোন সাহায্য যেমন মিলছে না তেমনি শাসক দলের কোন কর্মীকেও হাতের সামনে পাচ্ছেন না এলাকাবাসী,বলে অভিযোগ। তপন ব্লকের ১ নং রামপাড়া চ্যাঁচড়া পঞ্চায়েতের গুয়েদারা গ্রামের বন্যা কবলিত মানুষেরা বিক্ষোভে ফেটে পড়ছে।
গত দুই দিন ধরে তারা জলের মধ্যেই আছে। বাড়ি ঘরে জল উঠেছে। তারা জানায় সেখানে পঞ্চায়েতের কোন মেম্বার বা প্রধান কেউ আসেনি তাদের কাছে। শাসক দলের কোন নেতারাও দেখা নেই।তাদের আরো অভিযোগ হাতের নাগালে যেমন পাচ্ছেন না,তেমনি কোন রকম ত্রান ও পাচ্ছেনা।গত কয়েক দিন টানা বৃষ্টি তে তারা ঘড় ছেড়ে উচু যায়গায় ঘর করে বসবাস করছে। মিলছে না ত্রান। মিলছে না গোবাদি পশুর খাবার।