অবতক খবর,৯ জুন: খড়দহে কুলীনপাড়ায় তোলা না দেওয়ায় রক্তাক্ত ব্যাবসায়ী সহ তার পরিবার l ব্যাবসায়ীর পরিবারের অভিযোগ তাদের একটি রেশন দোকান ও একটি বিস্কুটের ডিস্টিবিউটর নেওয়া আছে। ব্যবসা করতে গেলে তোলা দিতে হবে অভিযোগ স্থানীয় তৃণমূল সমীর বোসের বিরুদ্ধে।
তার দলবল পাঠিয়ে রবিবার অফিস ও বাড়িতে হামলার অভিযোগ।এরপর গতকাল রাতে ব্যাবসায়ী তার নিজের বাড়ির নিচে দাঁড়িয়ে ছিলেন, সেই সময় সমীর বোসের মদতে ৩৫ থেকে 40 দুষ্কৃতী লাঠি ইট ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। ۔ড্রেনে রাস্তায় ফেলে বাশ,লাঠি,দিয়ে ব্যাপক মারধর করা হয়।
বাঁচাতে এসে ব্যাবসায়ীর বৃদ্ধ মা-ও রেহাই পাননি। তাকেও মারধর করা হয় পরিবারের মহিলাদেরও মারধর করা হয়। খড়দহ থানায় লিখিত অভিযোগ করে ব্যাবসায়ির পরিবার। ২১ নম্বর ওর্য়াডে পৌরপিতা স্বরাজ দাস অভিযোগ স্বীকার করে নিয়ে জানান, সমীর বোস দলের নাম ভাঙিয়ে এলাকায় তোলাবাজি চালায় বেশ কিছু বহিরাগত নিয়ে। দলের পক্ষ থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রেশন ব্যাবসায়ী শীর্ষেন্দু চক্রবর্তী কলকাতায় আশঙ্কা জনক অবস্থায় ভর্তি।