অবতক খবর,৮ আগস্ট,পূর্ব বর্ধমান:-খুঁটি পুজো দিয়ে শুরু ১৭তম বিবেকানন্দ সেবক সংঘের দুর্গোৎসব,এদিন খুঁটি পুজো অনুষ্ঠানকে ঘিরে উদ্দীপনা ছিল চোখে পরার মতো।
সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার ঐতিহ্যবাহী দুর্গোৎসবের মধ্যে শাঁখাড়ি পুকুর সেবক সংঘের দুর্গোৎসব অন্যতম।
বর্ধমান শহরে সর্বস্তরে বড় পুজো হয় প্রায় তিরিশটিরও বেশি,প্রত্যেক বছরের ন্যায় এবারেও বাঙালীর সর্বশ্রেষ্ঠ দুর্গা পুজো পালিত হলেও সেই জৌলুস থাকবে না। কারন সকলে অবগত আছেন যে করোনা মহামারী মারন রোগ বিশ্ব তথা ভারতবর্ষে থাবা বসিয়েছে তাতে বছর ধরে লকডাউন ও আতঙ্কে অতিষ্ঠ সাধারণ মানুষ। কার্যত এই ছয় মাসে সকল সম্প্রদায়ের উৎসব বাড়িতে বসে কাটাতে হয়েছে।
সাম্প্রতিক সময়ে সকল সম্প্রদায়ের মানুষরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মাধ্যমে টুইট করেছিলেন যে শারদীয়া উৎসবে আনন্দ করবে ভেবেছিলেন,কিনতু রাজ্য সরকারের গাইড লাইন অনুযায়ী উৎসব পালিত হলেও সেই জৌলুস হয়তো থাকবে না।
এই বিষয়ে আজকে পুজো কমিটি জানান, নির্দেশ মতো ও সরকারি বিধি নিষেধ মেনে ছোট্ট করে পূজা মন্ডপ করা হচ্ছে। এছাড়া আজকের এই খুঁটি পুজোতে পথ চলতি সাধারণ মানুষদের মাস্ক ও স্যানিটাইজার বিতরন করা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস।
পাশাপাশি খুঁটি পুজোর মধ্যে দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।