অবতক খবর , ইসলামপুর , ২৮ অগাস্ট : কোথাও কোন খুনের ঘটনার পর সেখানে পৌঁছানো উচিত পুলিশ সুপারের,অথচ সেখানে তারা নাকি পৌঁছান না বলে তীব্র অভিযোগ জানালেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তাঁর অভিযোগ, “ইসলামপুর পুলিশ জেলা হওয়ার আগে থেকেই রায়গঞ্জের পুলিশ সুপারকেও একথা জানানো হয়েছিল। কিন্তু অবহেলা করে তিনি যেতেন না। এখানকার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারও খুনের ঘটনার পর এলাকায় যান না।”
স্থানীয় গুঞ্জরিয়া এলাকায় সম্প্রতি একটি খুনের ঘটনার পর ওই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের কাছে আজ দরবার করলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন, এখন আর তেমনভাবে পুলিশের ধরাধরি নেই। রেইডও নেই। খুনের ঘটনার মূল অভিযুক্ত ধরা পড়েনি। তার পরিবারের সদস্যরা এখন অসহায় আর বেসামাল হয়ে রয়েছেন।”
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়েই শুক্রবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। দেখা করার পর তিনি জানালেন, “খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে বলে পুলিশ সুপার আশ্বস্ত করেছেন। “