অবতক খবর,৩ মে: আজ খুশির ইদ। পবিত্র রমজান মাসের শেষে পরিজন, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠার দিন৷ সকাল থেকে মসজিদে মসজিদে নমাজ পাঠ ও শুভেচ্ছা বিনিময় চলছে।
বীজপুরের হাজিনগর হুকুম চাঁদ জুটমিল, অন্যদিকে কাঁচরাপাড়া প্রবাহ মাঠে নামাজ পড়ে মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন।
শুধু মুসলিম ভাইয়েরাই নন, উপস্থিত ছিলেন প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ। তারাও তাদের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। সেই সঙ্গে তারা বলেন,এই সম্পর্ক যেন আগামীতেও অটুট থাকে।
আজ কলেজ মোড় প্রবাহ মাঠে যেখানে নামাজ পড়ার আয়োজন করা হয়েছিল,এই ঝড় বৃষ্টিতেও সেখানে তাদের কোনরকম অসুবিধা হয়নি। বিধায়ক সুবোধ অধিকারীর উদ্যোগে এবং পৌরসভার তত্ত্বাবধানে যে আয়োজন করা হয়েছিল তাতে খুশি সকলেই।
তারা জানান, বিগত ৪০ বছরে আমরা এরকম পরিষেবা পাইনি। বিধায়ক সুবোধ অধিকারী এবং চেয়ারম্যান কমল অধিকারীর কাজে আমরা খুব খুশি। তাদের জন্য আমরা দোয়া করেছি,তারা যেন এইভাবেই মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকেন।
অন্যদিকে আজ ঈদ উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে সকলের জন্য মিষ্টি মুখের আয়োজন করা হয়। শুধু তাই নয়, প্রবাহ ক্লাবের সদস্যরা সকলের জন্য আমের সরবতের ব্যবস্থা করেন।
এ বিষয়ে প্রবাহ ক্লাবের সদস্যরা জানান,ধর্ম যার যার,উৎসব সবার। তাই এই উৎসব মুখর দিনে আমরাও এগিয়ে এসেছি মানুষের সেবায়।