অবতক খবর ,সৌম্যজিত চট্টোপাধ্যায় , পূর্ব মেদিনীপুর :- “এসেছিলাম কামারদাতে। সিপিএম এর হার্মাদ বাহিনী ছিল থ্রী নট থ্রি রাইফেল হাতে। তাড়া করেছিলাম। জন সাধারণ সাথে ছিল”খেজুরি তে হার্মাদ মুক্ত দিবস স্মরণে পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী
দলীয় ব্যানার নয়, খেজুরি হার্মাদ মুক্ত দিবস পালিত হলো শুভেন্দু অধিকারীর ব্যানার এ। বিশাল পদযাত্রার পরে সভাতে বলেন সিপিএম এর হার্মাদ বাহিনীকে তাড়া করা শুরু করেছিলাম। হাজারে হাজারে জনতা সাথ দিয়েছিলো।
হার্মাদ বাহিনী পিছু হটেছিলো। আর ফিরে আসেনি। কিন্তু এই সভাতেও দেখা যায়নি দলীয় পতাকা। উচ্চারণ করেননি দলের নাম। এবারেও ধোঁয়াশায় রাখলেন রাজনৈতিক মহল তথা সাধারণ মানুষ কে।