অবতক খবর , সৌরভ নস্কর ,দক্ষিণ 24 পরগনা : – কেন্দ্রর বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী কৃষি বিলের প্রতিবাদে উওর প্রদেশের হাসরতে দলিত মহিলাকে গনধর্ষণ ও নারকীয় হত্যার প্রতিবাদে-মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পদযাত্রা।

গঙ্গাসাগরে দিগস্বরী থেকে রুদ্রনগর পর্যন্ত। উপস্থিত ছিলেন সাগরে বিধায়ক শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজার মহাশয় ও যুব সভাপতি স্বপন কুমার প্রধান ও মহিষ দাস ও অন্যান্য নেতৃবৃন্দ।