অবতক খবর,৯ নভেম্বরঃ গতকাল রাত একটা নাগাদ কোনা হাইরোড এর মোড়ের কাছে 57 নম্বর রুটের একটি বাসে আচমকা আগুন লেগে যায়, বিষয়টি প্রথমেই নজরে আসে ওই মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের, তারাই খবর দেয় লিলুয়া থানা এবং বালি ফায়ার ব্রিগেডে, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, টানা দুই ঘন্টা প্রচেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন, দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান গাড়ির মধ্যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে, পাশাপাশি আরও বেশ কয়েকটি বাস এবং লরি দাঁড়িয়েছিল, সেগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, তবে লিলুয়া থানার পুলিশ আধিকারিকদের তৎপরতায় বরাত জোরে বেঁচেছে চারটি বাস এবং দুটি লরি, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।