অবতক খবর,১০ জুলাই,মলয় দে নদীয়া:- গভীর রাতে দুষ্কৃতিদের হামলার অভিযোগ দেবগ্রাম বিজেপি পঞ্চায়েত প্রধান শিপ্রা বিশ্বাসের। অভিযোগ গত তিন দিন ধরে বাড়ি ছাড়া রয়েছেন দুষ্কৃতিদের আক্রমণের ভয়। গতকাল রাতেও স্থানীয় নিকটবর্তী একটি জায়গায় আত্মগোপন করেছিল বলে তিনি জানান। গত তিনদিন ধরে নির্বাচনের কারণে বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্ত দুষ্কৃতী হামলার খবর পাওয়া যায়।
ঠিক তেমনি নদী আর দেবগ্রাম পঞ্চায়েতে প্রধান শিপ্রা বিশ্বাসের বাড়িতে তিন দিন ধরে গভীর রাতে বেশ কিছু দুষ্কৃতীরা এসে বাড়ির দরজা ধাক্কাধাক্কি করে এবং অকথ্য ভাষায় গালাগালি দেয় বলে অভিযোগ করেন তিনি। এর পরেই দুষ্কৃতী হামলা থেকে বাঁচতে পরিবারের সকল সদস্যরা প্রায় গত তিন দিন ধরে বাড়ির বাইরে অন্য জায়গায় আত্মগোপন করে রয়েছে বলে এমনটাই অভিযোগ করেন তারা।
রানাঘাট বিধানসভায় উপনির্বাচন বুধবার সকাল থেকেই শুরু হয়েছে। বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। তিনি এ অভিযোগ করেন বেশ কয়েকটি জায়গায় তাদের বিজেপির বুথ এজেন্টকে নির্বাচনকক্ষে বসতে দিচ্ছে না বেশ কিছু দুষ্কৃতীরা। তবে আপাতত দেবগ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত সুস্থভাবে ভোট হচ্ছে বলে জানান পঞ্চায়েত প্রধান।
তবে গত তিনদিন রাতে দুষ্কৃতীয়া হামলার ভয় তারা বাড়ির বাইরে অন্যত্র আত্মগোপন করে রয়েছেন বলে এমনই অভিযোগ তার। তিনি এও জানান, ” আপাতত আতঙ্কেই আছি আমরা। আমার বুথে না হলেও আমার পার্শ্ববর্তী বুথগুলোতে এজেন্ট বুঝতে না দেওয়ার অভিযোগ আমার কাছেই আসছে যেহেতু আমি পঞ্চায়েতের প্রধান। ২৪৯ এবং ২৫০ নম্বর বুথে আমাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না এমনকি মারধোর পর্যন্তও করছে।
গতকাল পর্যন্ত আমরা আত্মগোপন করেছিলাম এরপর পুলিশ এসে আমাদেরকে বাড়িতে দিয়ে গেছেন। যদিও দুষ্কৃতীরা হামলা করতে এলে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা আমাদেরকে জানায় চাকদার রায় বাপি নামে কোন এক ব্যক্তি তাদেরকে পাঠিয়েছে, যদিও আমি সেই নামের কোন ব্যক্তিকে চিনিনা”।