অবতখবর,সংবাদদাতা,বনগাঁ,১৬ই মে:: গাছের ডাল পড়ে মৃত দুই ব্যক্তির, বাড়িতে গেলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে আর্থিক ক্ষতি পূরণের জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন।

স্বপন বাবু বলেন “এই সড়ক সম্প্রসারণ ও গাছ কাটার জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকা চার চার বার ফেরত গেছে। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি প্রায় ১৭শো কোটি টাকা বরাদ্দ করেছে৷ রাজ্য সরকার রাস্তার দু’পাশের দখল মুক্ত করলেই কেন্দ্র সরকার ছয় মাসের মধ্যে রাস্তা তৈরির কাজ শুরু করবে।

পাশাপাশি এপিডিআর ও পরিবেশ প্রেমীদের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন তিনি, তিনি বলেন আমরা গাছ কাটার পক্ষে নই, কিন্তু আর কত প্রাণ যাবে এভাবে গাছে চাপা পড়ে। আপনারা সব কিছু ছেড়ে রাস্তা করার পক্ষে আসুন, প্রয়োজনে সরকারকে শর্তাধীন একটি গাছের বিনিময়ে 10 টি করে গাছ লাগাতে হবে।