অবতক খবর,সংবাদদাতা ,৫ই মার্চ :: আজ পার্লামেন্টের ব্রেকের পর, দুপুর 1.45 নাগাদ যখন কংগ্রেসের লোকসভার দলনেতা মাননীয় অধীর রঞ্জন চৌধুরী পার্লামেন্টে যাচ্ছিলেন তখন রাজীব চৌক এ তাঁর গাড়ি কে আটকে দেয় দিল্লী পুলিশ, বলে গাড়ি পার্লামেন্টে যেতে দেওয়া যাবে না, “স্টিকার invalid, 2020 র স্টিকার চাই” । গাড়িতে স্বয়ং শ্রী অধীর চৌধুরী বসে ছিলেন , valid MP স্টিকারও লাগানো ছিল 2019 এর, এবং লোকসভার নোটিফিকেশন আছে, 2019 এর স্টিকার 31শে মার্চ 2020 অবধি valid। অতঃপর ওখান থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাননীয় লোকসভার কংগ্রেস দলনেতা কে পার্লামেন্টে পৌঁছতে হয়। অন্য আরেকজন কংগ্রেসের সাংসদ গুরজিত সিং অজলা কেও তাই করা হয়।
অধীর চৌধুরী জানান দিল্লি পুলিশ এটা করছে কি? তিনি জানান তার গাড়ি জোর করে আটকানোর কি মানে হয়। তাকে স্পিকারের নির্দেশ মেনে তার মত চলতে হয় কিন্তু এখন দেখা যাচ্ছে স্পিকার এর উপরে আর একজন আলাদা করে নতুন নতুন নির্দেশিকা জারি করছেন এটা হচ্ছে টা কি? এটা দিল্লি পুলিশের কারবারের ছবি। মানুষকে হেনস্তা করছে আমাদের মতন এমপিকে যদি এভাবে হেনস্থা করতে পারে তাহলে সাধারন মানুষকে দিল্লি পুলিশ কেমন ভাবে হেনস্থা করছে তা মানুষ দেখতে পারছে। তিনি বলেন দিল্লিতে যেভাবে দাঙ্গা হলো তা পুলিশের মুখোশ খুলে দিয়েছে। তাদের কতটা সক্রিয়তা আছে সেটাও কিন্তু মানুষ দেখতে পেরেছে।