করোনা আমাদের কতদূর নিয়ে যাবে কে জানে? আতঙ্ক তো তৈরি হয়েছেই মনে মনে।
লক ডাউন- শাট ডাউন শব্দদুটি এখন কমোন। ঘরবন্দি রুখতে করোনার আক্রমণ।

গুজব ছড়াবেন না
তমাল সাহা

আমি নির্বোধ আকাট মূর্খ অক্ষরজীবী
স্বীকার করতে আপত্তি নেই,
হবেই আমার ভরাডুবি।

গুজব মানে জানিনা।
রাষ্ট্র বলছে গুজব ছড়াবেন না।

চারিদিকে করোনা! করোনা! রব।
কে ছড়াচ্ছে গুজব?

রাষ্ট্র জারি করেছে কার্ফু।
রাজ্য বলেছে মোকাবিলায়
দুশো কোটি রেডি,
সঙ্গে নিজস্ব ডাক্তারি— প্রেসক্রিপশন,স্যানিটানাইজেশন
কোয়ারেন্টাইন,আইসোলেশন।
করোনার দৌলতে চারটি
ইংরেজি শব্দ শেখা তো হলো।
কী বিপুল আয়োজন!

টিভিতে ঘনঘন মুখ, ভাষণ
কত জ্ঞানদানের বহর!
দুঃশ্চিন্তায় কাটে জনতার প্রহর।
জ্ঞানদাসরাই ছড়িয়ে গুজব
‘গুজব ছড়াবেন না’
রাস্তায় রাস্তায় হোর্ডিং,
বিশাল বিশাল বিজ্ঞাপন।
সঙ্গে উনি বা তিনির সুন্দর মুখের ছবি।
বাপের জন্মে কেউ কি
এইসব মুখ দেখতে চায়?
পেয়েছো ক্ষমতা দেখাও মুখ
সরকারি টাকায়!

মুনাফাবাজরা নেমে পড়েছে
করোনার নামে ময়দানে।
কারা ছড়াচ্ছে গুজব,কেন ছড়াচ্ছে
আমি গর্দভ হতে পারি
কিন্তু জনগণ জানে।