গুলির জবানবন্দি
তমাল সাহা

তিন রাউন্ড গুলি খেলে
তেইশ জন মরে যায়
লোকে এত বজ্জাত হয়েছে!
— লিখেছেন কবি।
কিন্তু নেতারা মরে না
কাগজে বেরোয় সাধারণের ছবি।

গুলি কি নিরপেক্ষ নয়,
সে কি নেতাদের চেনে?
তবে কেন হাভাতেদেরই
মেরে ফেলে জানে?
গুলি কেন ছোটে ওদেরই দিকে
ওদের রক্তই কি শুধু টাটকা লাল
বাকিদের রক্ত বড্ড বেশি ফিকে?

গুলি কান পেতে শোনে এসব
বলে,এটাই তো সত্যি—
এতে ভুল নেই একরত্তি।
আমারও মান আছে
আমিও জানি নেতারা বজ্জাত
আলতু ফালতু মেরে কেন
নোংরা করবো হাত?

গুলি খেয়ে হয়েছে শহিদ—
ইতিহাস তো লিখবেই শহিদের নাম।
যদিও পাপের ভাগীদার আমি
শহিদের সঙ্গে তো জুড়ে যাবো
হোক না আমার বদনাম!

আমি মেরেছি ঠিক
হোক না সেটা আমার পরাজয়,
আমার কারণেই তো
শহিদ আজ মৃত্যুঞ্জয়!