অবতক খবর,সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,৪ঠা জুন :: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৭ই মে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে খড়গপুরের পরপর চুরি ছিনতাইয়ের ঘটনার জেরে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার এবং খড়গপুর টাউন থানার আইসি কে নির্দেশ দিয়েছিলেন, সিসিটিভি ক্যামেরা দিয়ে শহরটাকে মুড়ে ফেলতে।
গোটা শহর জুড়ে এবার সেই সিসিটিভি ক্যামেরা মুড়ে ফেলা হচ্ছে। শনিবার খড়গপুর শহর জুড়ে খড়গপুরের নিমপুরা, খরিদা সহ বিভিন্ন এলাকায় সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যে সিসিটিভি কাজ কিভাবে লাগানো হচ্ছে তা খতিয়ে দেখতে আসেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দিনেশ কুমার।