DISTRICTS EDUCATION Maldah POLITICS STATE West Bengal

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা শামিল কর্মবিরতিতে।

হক জাফর ইমাম :: অবতক খবর :: ২রা,ডিসেম্বর :: মালদা :: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা শামিল হলো টানা ১৩ দিন ধরে চলা কর্মবিরতিতে। সোমবার সকালেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে কর্মবিরতিতে বহাল থাকতে দেখা গেল কর্মীদের।

বিশ্ব বিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতিতে শামিল হওয়ার পাশাপাশি মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকেন। অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী কর্মীরাও।

টানা ১৩ দিন ধরে তাঁদের কর্মবিরতি চলছে। বিশ্ব বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ব বিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে কলকাতায় গিয়েছেন রেজিস্ট্রার বিপ্লব গিরি।

বিশ্ব বিদ্যালয়ের এক কর্মী সৌমেন্দু রায় জানান, বিশ্ব বিদ্যালয়ের কর্মীরা তিনটি দাবি নিয়ে গত ১৩ দিন ধরে কর্মবিরতিতে বহাল রয়েছেন। দুটো দাবি নিয়ে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ নড়াচড়া করলেও মূল দাবি নিয়ে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। যতক্ষণ না অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে ততক্ষণ এই কর্মবিরতি চলবে।

Leave a Comment

12 + 19 =

We would like to keep you updated with Latest News.