অবতক খবর,২৫ অক্টোবর: গ্যারেজে বাইক ঠিক করতে নিয়ে এসে ঘটে গেল বিপত্তি। পুরে ছাই বাইকটি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আশ্রমপাড়া মোর এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাইক মালিক জানিয়েছেন, পেট্রল পাম্প থেকে তেল ভরার পরে বাইকের ট্যাংকি থেকে তেল লিক করছিল। সেটি মেরামতের জন্য ইসলামপুর আশ্রমপাড়া একটি গ্যারেজে নিয়ে যায় বাইকটি। বাইকের ট্যাংকি থেকে তেল বের করতেই আগুন লেগে যায়।
বাইক মালিক আতাউর রহমানের অভিযোগ পাশে কেউ গেরেনডার চালানোর সময়ে আগুনের ফুলকি ছিটকে এসে বাইকে আগুন লেগে যায় বলে অভিযোগ করেন তিনি। স্হানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল বাইকটি। খবর দেওয়া ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরে ছাই হয়ে গেল বাইকটি।