অবতক খবর , উত্তর দিনাজপুর : উওর দিনাজপুর জেলা করণদিঘী থানা, ঝাড়বাড়ি প্রেট্রোল পাম্প সামনে গ্যাসের গাড়ির ধাক্কায় মৃত ১ জন আহত ১ জন.
স্থানীয় সূত্রে জানা যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ কাজ চলছে, ওই কাজের জন্য রাস্তার উপরে জলের ট্যাঙ্কার গাড়ি দাঁড়িয়ে ছিলো, পাশ দিয়ে সাইকেল চালিয়ে স্বামী ও স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছিল,করণদিঘী থেকে রায়গঞ্জ গ্যাসের গাড়িটি যাওয়ার সময় ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আহত একজন।
স্থানীয়রা উদ্ধার করে করণদিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে করণদিঘী থানার পুলিশ পৌঁছায়। মৃত ব্যক্তির নাম জানা যায়নি, গ্যাসের গাড়িটিকে আটক করছে পুলিশ।