অবতক খবর,১০ ফেব্রুয়ারিঃ গ্রুপ ডি নিয়োগ মামলায় ফের ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রুপ ডি মামলার তদন্ত করছে। মধ্যশিক্ষা পর্ষদ কে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে ১৯১১ জন প্রার্থীর নিয়োগ পত্র বাতিল করার কথা ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি বিচারপতি নির্দেশ দীর্ঘদিন ধরে যোগ্য চাকরিপ্রার্থীরা অপেক্ষা করছেন এর ফলে ২৪ ঘন্টার মধ্যে তালিকা প্রকাশ করে তিন সপ্তাহের মধ্যে সুপারিশ পাঠাতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক বদলির ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি করতে পারে রাজ্য সরকার।
কলকাতা হাইকোর্টের শুক্রবার রাজ্য সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন গাইডলাইন জারি করা হবে। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ জানালেন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেই সঙ্গে আইনজীবীকে বিচারপতির নির্দেশ নতুন নির্দেশিকা আসলেই জেলা স্কুল পরিদর্শকদের দ্রুত বাস্তবায়নের জন্য তৈরি থাকতে বলুন। গ্রুপ ডি ক্ষেত্রে ওএমআর শিট বিকৃত করা মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিলেন স্কুল সার্ভিস কমিশনকে ফলকনামা আকারে আদালতে জমা দিতে হবে। সেই সঙ্গে বিচারপতি এদিন বলেন সিঁদুরে মেঘ দেখেছেন প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীরা। এরফলে তড়িঘড়ি হাইকোর্টে ডিভিশন বেঞ্চে জরুরী ভিত্তিতে মামলা করার অনুমতি চাইছেন চাকরি প্রাপরা। যদিও কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এই মামলার অনুমতি ফিরিয়ে দিয়েছেন।