অবতক খবর,২৫ জুলাই,নববারাকপুর : চড়া দামে আলু বিক্রির কালোবাজারি রুখতে বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর ২ ব্লকের লেনিনগড় বাজার পরিদর্শনে যান বিডিও জনাব সানোয়ার আলি ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ নববারাকপুর থানার পুলিশ আধিকারিকরা।
ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন লেনিনগড় বাজারে কিছু ব্যবসায়ী চড়া দামে আলু বিক্রি করছিল খবর পাওয়া মাত্রই বিডিও সাহেব সহ ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতি সদস্যরা বাজার পরিদর্শনে যান। ব্যবসায়ী দের সাথে কথাবার্তা বলেন। সঠিক কাগজ না দেখাতে পারার জন্য ধমক দেওয়া হয় ব্যবসায়ী দের।বলা হয়েছে যার কাছ থেকে আলু কেনা হবে সঠিক পাকা চালান নিতে হবে। কেনা দামের থেকে ৩-৪ টাকা বেশি লাভ করা চলবে না।
ইতিমধ্যেই বেশ কয়েক দিন ধরেই ব্যারাকপুর ২ বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তালবান্দা সাজিরহাট বাজার পরিদর্শন করেছেন। উল্লেখ্য বাজারে আলুর দাম কোথাও ৪০ আবার ৪৫ টাকা দাম উঠেছে জ্যোতি আলুর।
চন্দ্রমুখীর দাম আরো বেশি কিলো প্রতি ৫০ টাকা। আলুর কালোবাজারি রুখতে বৃহস্পতিবার বিকেলে ব্যারাকপুর ২ ব্লকের অফিসে বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ সদস্যরা সন্মিলিত ভাবে ব্যবসায়ী দের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে।