অবতক খবর,২৯ জানুয়ারি: বীজপুর অঞ্চলের পরিচিত লেখক নবকুমার ঘোষ। তিনি ২৭ জানুয়ারি রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে গান্ধী মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বুকে আগে থেকেই স্পেসমেকার বসানো হয়েছিল। তিনি থাকতেন গ্ৰাম চাঁদুয়া অঞ্চল চাকলাতে।

বিশেষভাবে কবিতা ও গল্পকার হিসেবে পরিচিত ছিলেন। ফ্যান্টাস্টিক– সাহিত্যপত্র তিনি লিখতেন। অদ্রীশ বর্ধনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

এছাড়াও অঞ্চলের সাহিত্যিক দের সঙ্গে তাঁর সখ্য ছিল। আজকের অনুভব, শত্রুপক্ষ এবং অন্যান্য চড়ুই পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তিনি প্রাইভেট টিউশন অর্থাৎ ছাত্র পড়ানোকে জীবনের পেশা করে নিয়েছিলেন। উল্লেখ্য,২৩ জুন ১৯৪৭সালে তিনি জন্মেছিলেন অর্থাৎ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।