অবতক খবর,নদীয়া: চাকদাহ থানার রঞ্জন পল্লী মোড়ে চাকদা বনগাঁ রুটের একটি বাস বেপরোয়াভাবে ধাক্কা মারলো এক যাত্রীবাহী ভ্যানকে। সূত্রে জানা যায় একটি বেসরকারি স্কুলের দুজন শিক্ষক এবং দুজন শিক্ষিকা, নাম বিনোদ শর্মা , দীপান্ন্মিতা ভৌমিক , প্রসেনজিৎ সাহা এবং রুশা নাগ।ওই ভ্যানে করে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা চাকদা বনগাঁ রুটের বাসটি ধাক্কা মারে, তৎক্ষণাৎ তারা মাটিতে লুটিয়ে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা এই দুজন শিক্ষক দুজন শিক্ষিকাকে প্রথমে চাকদাহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং রুশা নাগের আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে কলকাতা পিজি হাসপাতালে পাঠানো হয়।সূত্রে মারফৎ জানা গিয়েছে, শিক্ষক বিনোদ শর্মা চাকদাহ বাসস্ট্যান্ডে বলতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বেপরোয়া বাস চালানোর প্রতিবাদে ছাত্রছাত্রীরা এবং এলাকার মানুষরা চাকদহ রঞ্জন পল্লীর রাস্তা অবরোধ করেন।ঘটনার পর চাকদার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রত্না ঘোষ কর এবং বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায়, চাকদা থানার আইসি জ্যোতির্ময় বসু ঘটনাস্থলে যাওয়ার পর আশ্বাসে অবরোধ উঠে যায়।