অবতক খবর,১ আগস্টঃ মোদী সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে দেশজুড়ে চাক্কা জ্যামের মাধ্যমে আরও একবার হুঁশিয়ারি দিলেন কৃষকরা। তাঁদের দাবি আদায় না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামবেন তারা। দেশজুড়ে কৃষক আন্দোলনের কথা সকলেরই জানা। তিন কৃষি আইন বাতিলের দাবিতে পথে নেমেছিলেন তাঁরা।
কৃষকদের চাপে পড়ে আইন বাতিল করতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। ফের একবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এসকেএম সহ একাধিক কৃষক সংগঠন। এসকেএমের পক্ষ থেকে জনানো হয়েছে, কেন্দ্রীয় সরকার যদি প্রতিশ্রুতি পূরণ না করে তাহলে চলতি মাস থেকেই ফের রাস্তায় নামবে কৃষকরা। কৃষকরা জানিয়েছেন, তঁদেরকে C2+50% নিয়মের ওপর ভিত্তি করে ন্যূনতম সহায়ক মূল্য(MSP) দেওয়ার গ্যারেন্টি দিতে হবে সরকারকে।
কমরেড দীপক সরকার কমরেড সুনীল অধিকারী কমরেড রামেশ্বর দোলই বামফ্রন্টের নেতৃবৃন্দ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা জাতীয় সড়কের উপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখান সিপিআইএম নেতাকর্মীরা। যার ফলে দীর্ঘক্ষণ নবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক সৃষ্টি হয়ে যানজটের।