অবতক খবর,১৮ নভেম্বর,বাঁকুড়া:- সুকুরমনী সরেন, সুরজমনী সরেন, সরতি সরেনরা ডাইনী! ধারণা গ্রামবাসীদের! তাই তাদের এক ঘরে রাখা হয়েছে!

চলছে চারমাস ধরে সামাজিক বয়কট৷ টিউবওয়েলে জল নেওয়া বন্ধ৷ গ্রামের মুদিখানায় নেওয়া যাবে না মসলাপাতি৷ ফতোয়া গ্রাম ছাড়তে হবে৷ গ্রামে থাকতে হলে চাই ২৫হাজার টাকা জরিমানা৷ নচেৎ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে৷ পাশে নেই পঞ্চায়েত৷ বাঁচার জন্য বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করছেন৷ তারই মাঝে মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে ওদের ঘরে ঢুকে ৪টা ছাগল, ২টো শুয়োর, ১০টা মুরগী ও ৬টা হাঁস লুঠ করে নিয়ে গেছে বয়কটকারীরা৷
ঘটনাস্থল- জঙ্গলমহলের কোনও প্রত্যন্তরের প্রান্ত নয়, বাঁকুড়া শহরের একেবারে নাকের ডগায় মানকানালী অঞ্চলের কেন্দবনি আদিবাসী পাড়া।
আদিবাসীদের সামাজিক সংগঠনগুলি চুপ৷ আমরাও কি থাকবো বসে! দাঁড়াবো না ওদের পাশে!