তাঁহার জন্মদিন আজঃ তাঁকে শ্রদ্ধা
চার্লি চ্যাপলিন
তমাল সাহা
দেহ শরীর তো সবারই থাকে
এমন মহিমা পায় কজন?
দুটি চোখ, একটি কপাল, দুটি ভুরু,
একটি মুখ, হাতের আঙুল, পায়ের পাতা,
একরত্তি মাছি গোঁফ ছিল মানুষটির।
কী ভাবে বাঙ্ময় হতে পারে
এইসব দেহজ প্রতিটি অঙ্গ—
তা দেখিয়েছিল একটি মানুষ।
শারীরিক বিভঙ্গ
স্বতঃস্ফূর্ত মানবিক সংবেদন জাগায়
তা দেখিয়েছিল একটি মানুষ।
একটা ঢোলা প্যান্ট, শরীরে সেঁটে বসা কোট,
মাথায় ডার্বি টুপি,
পায়ের সাইজের চেয়ে বড় বেঢপ জুতো
কী ভাবে অভিনয়কে
নিয়ে যায় চরম বাস্তবতায়–
তা দেখিয়েছিল মানুষটি।
আমাদের স্নায়ুগুলিকে টানটান করে
নিয়ে যায় অন্য এক জগতে।
ছোট্ট দুটি পা-য়
অপূর্ব দক্ষতায়
হিটলারকে চরম ব্যঙ্গ করে
পৃথিবী নাচায়।
এইসব কাণ্ড কারখানা ঘটিয়েছিল
একটি মানুষ।
আসলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ
শরীরের চামড়ায় সেঁটে থাকা
পোষাক, সবই অনুষঙ্গ হয়ে উঠেছিল
জাগতিক মানুষের ক্ষোভ দুঃখ বিপদ
আনন্দ ক্রোধ প্রতিবাদ।
তারপর?
এই ছোট্ট বেঁটেখাটো মানুষটি
লড়ে যান সাম্রাজ্যবাদী আগ্রাসন,যুদ্ধ,
ধর্মান্ধতা,একনায়কতন্ত্র, ক্ষমতার দম্ভ
সমস্ত কিছুর বিরুদ্ধে হয়ে দাঁড়ায়
চির শাশ্বত চলমান এক বিদ্রোহ।
জীবন বাস্তবতার কঠিন কোমল
যা চাইবে প্রতিদিন—
কল্পতরু!
তোমার আমার প্রিয় চার্লি চ্যাপলিন।