অবতক খবর,নিজস্ব প্রতিবেদন,২৭ জুলাই :: রাতের অন্ধকারে পাচার হচ্ছিল নেশা জাতীয় পোস্তর আঠা।অভিযান চালিয়ে প্রায় চার লক্ষাধিক টাকার পোস্ত আঠা সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করল মালদহের চাঁচল থানার পুলিস। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা হলো জহরুল ও জামিরুল আলম। ধৃত দুই জনের বাড়ি চাঁচল-২ ব্লকের জালাল পূর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
পুলিস সূত্রে আরও জানা গেছে, জালাল পুর এলাকার একটি নির্জন প্রান্তরে প্রায় ১ কিলো ৮০০ গ্রাম পোস্তর আঠা পাচার করছিল।পুলিশের কাছে আগে থেকে খবর থাকায় পুলিশ সেই এলাকায় অভিযান চালিয়ে হাতে নাতে দুই জন ব্যাক্তিকে ধরে ফেলায় তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশা জাতীয় পোস্তর আঠা, যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা।
ধৃত দুজনকে গ্রেফতার করে আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হবে। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা মালদহের বৈষ্ণব নগর এলাকা থেকে ওই মাদক দ্রব্য নিয়ে এসে বিক্রি করছিল।পুলিশের কাছে খবর আসতেই অভিযান চালিয়ে ধৃতদের গ্রেপ্তার করে। এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।