মানুষ আর পশুতে তফাৎ আছে কি? মানুষ নামের কোনো মর্যাদা আছে কি?

চিড়িয়াখানা
তমাল সাহা

পৃথিবীর সব দেশেই চিড়িয়াখানা আছে।
চিড়িয়াখানায় পশুরা থাকে
তাদের ক্রোধ, হিংসা,ঘৃণা আছে,যা স্বাভাবিক।

তাই তাদের গারদে আটকে রাখা হয়।
বদতমিজ্ পৃথিবীকে সহ্য করতে না পেরে
অনেক পশু বিলুপ্তপ্রায়—
তাদেরও চিড়িয়াখানায় দেখা যায়।

আমরা চিড়িয়াখানায় যাই।
পয়সা দিয়ে টিকিট কেটে
পশুদের দেখি।
পশুরাও আমাদের দেখে,
তবে বিনে পয়সায়।
মানুষের মধ্যে দেখার কিছুই নেই,
তাই মানুষকে দেখতে
পশুদের মতো দর্শনী লাগে না।

খাবার না পেলে
পশুরা গর্জন করে আকাশ ফাটায়।
খিদে পেলে
মানুষরা ম‍্যায় ভুখা হু– বলতে ভয় পায়।

মানুষ অবশ্য মাঝে মধ্যে নিজেকে বাঘের বাচ্চা বলে গর্ব অনুভব করে।
পশুরা কখনোই নিজেদের মানুষের বাচ্চা বলে শিরোপা দেবে না।

পশুরা মেরুদন্ডহীন প্রাণী ভালোবাসে না—
তারা হালুম বলে ‘প্রাণী’ শব্দটিকে
রীতিমতো ব্যঙ্গ করে।